বরিশালে মাঠ দিবস অনুষ্ঠিত

0

বরিশালে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তি বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলার রহমতপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে ভাসমান কৃষি প্রকল্পের উদ্যোগে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. রুহুল আমিন তালুকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস এবং বিশ্বং খাদ্য সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন। 

ডিএই’র অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান, আঞ্চলিক কৃষিগবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া ও কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকসহ শতাধিক কৃষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সচিব বলেন, ভাসমান বেডে বছরের যে কোনো সময় কোনো না কোনো ফসল থাকে। যা বিক্রি করে সারা বছরই অর্থ উপার্জন করা যায়। এর উৎপাদিত সবজি নিরাপদ এবং পুষ্টিকর। এজন্য বাজারে এর চাহিদা অনেক বেশি। কৃষকরা ভালো দাম পান। ভাসমান কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে কৃষক আরো লাভবান হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here