ভোলার চরফ্যাসন উপজেলার বেতুয়া এলাকায় মেঘনা নদীর বাঁধের একাংশ ধসে গেছে। আজ দুপুরের দিকে বাঁধে ধস নামে। জরুরি বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ক্ষতিগ্রস্ত বাঁধ রক্ষায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ড ভোলা ডিভিশন -২ এর উপসহকারী প্রকৌশলী মোঃ রিমন ঘটনাস্থল থেকে জানান, আজ দুপুরের দিকে বেতুয়া লঞ্চঘাটের কাছে প্রশান্তি পার্ক সংলগ্ন পাউবো’র ৫৬ ও ৫৭ নম্বর পোল্ডারে বাঁধ হুমকির মুখে পড়েছে। এই খবর পাওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সময়ের মধ্যে রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে।