ভারতের কেরালায় একটি জাহাজ থেকে ১২ হাজার কোটি রুপি মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে। ভারতীয় নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর যৌথ অভিযানে এই মাদক উদ্ধার করা হয়।
প্রায় ২৫০০ কেজি মেথামফেটানিন উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য ১২ হাজার কোটি রুপি। এই ঘটনায় এক পাকিস্তানি নাগরিককে আটক করার কথাও জানা হয়েছে।
আফগানিস্তান থেকে আসা মাদকের চালান ঠেকাতেই অপারেশন সমুদ্রগুপ্ত পরিচালনা করা হয়েছিল বলে জানিয়েছে ভারতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো।
সূত্র: এনডিটিভি