বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি

0

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদুজ্জামান নাহিদের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় শহরের সাতমাথায় বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ এ মানববন্ধনের আয়োজন করে।

সংগঠনের শহর শাখার সভাপতি নাসিমুল বারী নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লিটন শেখের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল কাদির শিপন, আব্দুর রউফ, শহর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আরিফুল বারী আনজিল, রায়হান শেখ, রাশেদ মন্ডল, অমিত পশারী, মাসুদ আহমেদ, আতিকুর রহমান শুভ, আহসান হাবিব শাওন, আসাদুজ্জামান আসাদ, মো. হালিম, মিথুন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, নাঈম খানঁ, আরাফাত রহমান মিশু, সিফাত আকন্দ সনি, মোতাহার হোসেন মিজু, বিজয় শেখ, বিশাল শেখ, সাব্বির হোসেন বাদু, আবু নাছের, রুবেল হোসেন, পলাশ প্রাং, রাব্বি, আলিফ মাহমুদ বাপ্পি, নিরব শেখ, জোবায়ের, সাজন ইসলাম, আপেল মাহমুদ, নিহত নাহিদের মাতা হালিমা, স্ত্রী সুমাইয়া আক্তার সুমাসহ প্রমুখ।

নিহত নাহিদের মা হালিমা বলেন, আমার একমাত্র ছেলেকে খুন করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। এমন নির্মম হত্যা করেছে, যা দেখে একজন মা সহ্য করতে পারে না। আমি আমার সন্তান হত্যার সঠিক বিচার চাই।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শহরের মালগ্রাম বেলতলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদুজ্জামান নাহিদকে (২৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। নিহত নাহিদ মালগ্রাম কসাই পাড়ার ঝন্টু ব্যাপারীর ছেলে। ওই দিন রাত সোয়া ২টায় নিহত নাহিদের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here