গোপালগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

0

গোপালগঞ্জে মাদকাসক্ত ছেলের বটির কোপে ইসমাইল কাজী(৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার তাইজেল কাজীর ছেলে।

নিহতের দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগম জানিয়েছেন, আলীম কাজী সারাক্ষণ নেশা করতো। তাকে এই পথ থেকে ফেরানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কোন লাভ হয়নি। মাদকের টাকার জন্য তার বাবার সাথে ঝগড়া শুরু করে। এরই এক পর্যায়ে পিছন থেকে বটি দিয়ে তার বাবারর ঘাড়ে কোপ দেয়।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here