সম্প্রতি গায়িকা শাকিরা ও হলিউড তারকা টম ক্রুজকে দেখা গেল এক ক্রীড়া আসরে। আর সে নিয়েই কলম্বিয়ার গায়িকার সাথে টমের প্রেমের গুঞ্জন চাউর হলো।
তবে শাকিরার ঘনিষ্ঠজন জানাল টমের সাথে প্রেম করার বিষয়ে তিনি মোটেও আগ্রহী নন।
গত বছর জুন মাসে স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে ১১ বছরের সম্পর্কের ইতি টানেন কলম্বিয়ান এই সংগীতশিল্পী। মিলান (১০) ও সাশা (৮) নামে দুটি সন্তান রয়েছে তাদের।
৬০ বছর বয়সী টম ক্রুজেরও তিন সন্তান রয়েছে। এর মধ্যে সাবেক স্ত্রী নিকোল কিডম্যানের সঙ্গে ৩০ বছরের ইসাবেলা ও ২৮ বছরের কনর; আরেক সাবেক স্ত্রী কেটি হোমসের এক সন্তানের নাম সুরি (১৭)।