চাঁদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সাথে সংঘর্ষে অনিম ও সাব্বির নামের দুই যুবক নিহত হয়েছে। শুক্রবার বিকেলের দিকে চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের গাছতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির শহরের চৌধুরীপাড়া এলাকার মালিক প্রধানিয়ার ছেলে। অনিম আদর্শ মুসলিমপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুই যুবকের মৃত্যু হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিকশার সংঘর্ষে তারা দুজন নিহত হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।