বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষা-২০২৩ এর প্রথম দিনে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ভুলতা উচ্চ বিদ্যালয়, রূপগঞ্জ, আইটি সরকারি উচ্চ বিদ্যালয় ও কমর আলী উচ্চ বালিকা বিদ্যালয়, নারায়ণগঞ্জ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি পরীক্ষা কেন্দ্রের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রশাসন ও কেন্দ্রের দায়িত্ব পালনকারীদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন। তিনি নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন শুক্রবার এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, এ বছরে ২২১টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪০ হাজার ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ২৫ হাজার ১ শত ৫১ জন এবং নারী পরীক্ষার্থী ১৪ হাজার ৮ শত ৬৩ জন।