ফিল্মে একজন শাকিব বানানো অনেক কষ্টের ব্যাপার : ডিপজল

0

বুবলীকে নিয়ে মন্তব্য করে নতুন করে আরও একবার আলোচনায় এসেছে শাকিব খানের ব্যক্তিগত জীবন। এই ইস্যু নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এরই মধ্যে ডিপজল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। ডিপজল বলেন, “নায়ক শাকিব খান সৃষ্টির পেছনে আমার হাত আছে। তার জন্ম হয়েছে আমার সিনেমা ‘কোটি টাকার কাবিন’-এর মাধ্যমে। ফিল্মে একজন শাকিব খান বানানো অনেক কষ্টের ব্যাপার। সে অনেক কষ্ট করে আজ এই অবস্থানে এসেছে। তাকে নিয়ে যা আরম্ভ হয়েছে তা বন্ধ করা উচিত বলে আমি মনে করি।”

তিনি আরও বলেন, ‘শাকিব যদি একাধিক বিয়ে করে তা হলে সে করতেই পারে। তাতে আপনাদের সমস্যা কোথায়? শাকিব যদি আরো বিয়ে করে রাখতে পারে, তাহলে এটা তার ব্যাপার। আর মুসলিম হিসেবে তো চার বিয়ে করা যায়! ইন্ডিয়ান আর্টিস্টরা তো একাধিক বিয়ে করে। অন্য পেশায় যারা আছে তারাও তো একাধিক বিয়ে করে, তাহলে দোষের কী? তার (শাকিব) যথেষ্ট সামর্থ্য আছে বিয়ে করে খরচ দেওয়ার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here