নিয়ম ভেঙে দলের যথাযথ অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে গিয়ে নিজ ক্লাব পিএসিজির নিষেধাজ্ঞার কোপে পড়েছিলেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি।
দুই সপ্তাহের নিষেধাজ্ঞার কারণে পিএসজির হয়ে দু’টি ম্যাচ খেলতে না পারার কথা ছিল মেসির। তবে সেই নিষেধাজ্ঞা উঠে গেছে। ক্লাবের কাছে ক্ষমা চাওয়ায় আগামীকাল লিগ ওয়ানের ম্যাচে আজাকসিওর বিপক্ষেই মেসিকে মাঠে দেখা যাবে।
গত সোমবার পিএসজির অনুশীলনে যোগ দেন মেসি। আগামীকালের ম্যাচে মেসির খেলা নিশ্চিত বিষয়টি জানিয়ে গালতিয়ের জানান, মেসির সাথে তার কথা হয়েছে। পিএসজির হয়ে মেসি শিরোপা জিততে মরিয়া। আগামীকালের ম্যাচে মেসি শুরু থেকেই থাকছে।
গত ৩০ এপ্রিল লঁরিয়ার বিপক্ষে ম্যাচের পরপরই পরিবারসহ সৌদি আরবে চলে যান মেসি। অনুমতি ছাড়া মেসির সেই সৌদি সফরের কারণেই নামে নিষেধাজ্ঞার খড়গ।