বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক গ্রহণের অভিযোগে প্রমোদতরী থেকে গ্রেফতার করার ঘটনা ভারত জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এবার আরিয়ানকে গ্রেফতার করা মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে। মামলাটি করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।
সমীর ও তার সহযোগীদের বিরুদ্ধে আরিয়ানকে মাদক মামলায় না ফাঁসাতে ২৫ কোটি রুপি ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে।
২০২১ সালে প্রমোদ তরীতে অভিযান চালানোর সময় সমীর মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর মুম্বাই শাখার প্রধান হিসেবে কাজ করছিলেন। তার সেই অভিযানের জেরেই আরিয়ানকে চার সপ্তাহ কারাগারে কাটাতে হয়। পরে যথাযথ তথ্য প্রমাণ না থাকায় ২০২২ সালের মে মাসে শাহরুখপুত্রকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আর সমীরের বিরুদ্ধে শুরু হয় তদন্ত।
সূত্র: এনডিটিভি