যশোরে অভিযানে গিয়ে হামলার শিকার সিআইডির চার সদস্য

0
যশোরে অভিযানে গিয়ে হামলার শিকার সিআইডির চার সদস্য

যশোরে অভিযানে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়ে আহত হয়েছেন সিআইডি পুলিশের চার সদস্য। আহতদের মধ্যে শহিদুল ইসলাম নামে এক কনস্টেবলের অবস্থা গুরুতর। তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বুধবার বিকালে যশোর শহরের রাজারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

যশোর সিআইডি পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এসআই হাবিব, এসআই তরিকুল ইসলাম, এএসআই জাহিদ হোসেন ও কনস্টেবল শহিদুল ইসলাম রাজারহাট এলাকায় অভিযানে যান ও ওই এলাকার মাসুদ রানার ছেলে তুষারকে আটক করেন। 
এসময় তুষারের লোকজন ‘ভুয়া পুলিশ’ বলে চিৎকার দিয়ে সিআইডি পুলিশ সদস্যদের ওপর হামলা করে। এতে সিআইডি পুলিশের চার সদস্য আহত হন। পরে যশোর কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। 

তুষার দাবি করেছেন, তাকে ফাঁসানোর চেষ্টা করলে তিনি এক পুলিশ সদস্যকে ঘুষি মারেন। পরে স্থানীয়রা ‘ভুয়া পুলিশ’ ভেবে পুলিশের সঙ্গে মারপিট করে। 

তবে যশোর সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার মোসা. সিদ্দিকা বেগম এ অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ সদস্যরা অভিযানে গেছেন। তুষারের বিরুদ্ধে মামলাও আছে, অহেতুক কাউকে তারা ফাঁসাবেন কেন। 

তিনি আরও বলেন, বুধবারের ঘটনায় সরকারি কাজে বাধা ও মাদক ব্যবসার অভিযোগে তুষারের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে বৃহস্পতিবার মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে যশোর কোতোয়ালী থানার পুলিশ কাজ করছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here