জিমন্যাস্টিকসে দেশসেরা কোয়ান্টাম

0

গত ১-৩ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয় শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩। দেশের ৮টি বিভাগের নির্বাচিত ৫২জন জিমন্যাস্ট জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এতে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ২১ জন জিমন্যাস্ট জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেন। তরুণ ও তরুণী জিমন্যাস্টরা ১১ টি ক্যাটাগরিতে মোট ৫০ টি পদকের প্রতিযোগিতায় নামেন। এর মধ্যে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের জিমন্যাস্টরা জয় করেন ৩৪ টি পদক।

এই ৩৪ টি পদকের মধ্যে ১৩ টি স্বর্ণ, ১৩ টি রৌপ্য ও ৮ টি ব্রোঞ্জ পদক রয়েছে। এই প্রতিযোগিতার মোট ১৬ টি স্বর্ণ পদকের মধ্যে কোয়ান্টারা জয় করে ১৩ টি স্বর্ণ। শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয় জিমন্যাস্টিকস। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১ মার্চ এর উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আহমেদুর রহমান ও ফেডারেশনের অন্যান্য সদস্যবৃন্দ। শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ শনিবার (৪ মার্চ) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here