ফিলিস্তিন থেকে উন্নত মানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে: ইসরায়েল

0

ফিলিস্তিন থেকে ইসরায়েল অভিমুখে উন্নত মানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সাবেক কর্মকর্তা ইয়াজহার ডেভিড’র বরাত দিয়ে দেশটির ৭ নম্বর টিভি চ্যানেল এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এতে ফিলিস্তিনি যোদ্ধাদের মোকাবেলায় ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতা প্রশ্নের সম্মুখীন হচ্ছে।

এদিকে, ইসরায়েলের একটি রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি টিভি চ্যানেল ‘কান’ জানিয়েছে, রাজনৈতিক কর্তৃপক্ষ এখনই যুদ্ধবিরতির কথা ভাবছে না। তাদের চিন্তায় এখন কেবলি সংঘাত-সংঘর্ষ।

গত মঙ্গলবার থেকে ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে বর্ণবাদী ইসরায়েল। এর ফলে এ পর্যন্ত অন্তত ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ফিলিস্তিনি সংগ্রামীরা। সূত্র: পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here