এফবিসিসিআই‌য়ের তফসিল ঘোষণা, নির্বাচন ৩১ জুলাই

0

২০২৩-২৫ মেয়াদে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচনের তফসিল এফবিসিসিআইয়ের সদস্য সংস্থাগুলোর কা‌ছে পাঠা‌নো হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ৩১ জুলাই, ২০২৩ (সোমবার) এফবিসিসিআই পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে পরিচালক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। নির্বাচিত পরিচালকদের ভোটে এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয়জন সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগস্ট মাসের ২ তারিখে। সাধারণ পরিষদ সদস্যের নাম ফেডারেশনে পাঠানোর সর্বশেষ তারিখ ঠিক করা হয়েছে ৩ জুন। ১১ জুন প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন পরিচালনা বোর্ড। অভিযোগ যাচাই বাছাই ও প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২১ জুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here