ইতোমধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা। এর কেন্দ্রে বাড়ছে বাতাসের গতিবেগ বাড়ছে। সর্বশেষ তথ্যানুযায়ী, শুক্রবার ভোর তিনটার দিকে মোখার কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। সেটি দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় আবহাওয়া অধিদফতরের সর্বশেষ নয় নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে মোখার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কথা জানায় আবহাওয়া অধিদফতর। এরপর রাত নয়টার দিকে দেওয়া ৭ নম্বর বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড়টির প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কথা জানানো হয়। এ সময় মোখার কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। সেটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।