লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে, হত্যাকাণ্ডে ব্যবহৃত আরও দুইটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি রিভলভার ও পাইপগান রয়েছে। এই পর্যন্ত এই মামলায় এজাহার নামীয় ১০ জনসহ ১৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৪টি। গ্রেফতারকৃতরা হলেন- মো: রাকিব হাসান প্রকাশ স্যুটার রাকিব (৩০) ও মো: লিটন প্রকাশ চাঁন মিয়া (৪৩)।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।
এসপি জানান, জোড়া খুনের মামলায় র্যাব ও কাউন্টার টেরিজম (সিটিটিসি) পুলিশকে সহযোগিতা করে আসছে। লিটন ও স্যুটার রাকিবকে সিটিটিসি ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যমতে, ১১ মে রাত আড়াইটার দিকে বশিকপুরের বদিউজ্জামানের বাড়ির পাশে একটি খালের কচুরিপানার নিচ থেকে একটি রিভলভার ও একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে চন্দ্রগঞ্জ থানায় আরও একটি মামলা দায়ের করে পুলিশ।