ইমরান খানের হাতে হাতকড়া দেখে ক্ষেপে গেছেন পাকিস্তানের নামিদামি ক্রিকেটাররা। ইমরান কেবল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কিংবা রাজনীতিবিদ নন। তিনি পাকিস্তানের সেই বিশ্বকাপজয়ী অধিনায়ক যিনি বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ১৯৯২ সালে লিখেছিলেন রূপকথা। যে রূপকথা এখনও অবিশ্বাস্য লাগে অনেকের কাছে। বিশ্ব ক্রিকেটেরও অন্যতম সেরা অলরাউন্ডার ইমরান।
ইমরানের পাশে দাঁড়িয়েছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার ও মোহাম্মদ হাফিজরা। ওয়াসিম ইউনিসরা ইমরান খানের নেতৃত্বে খেলেছিলেন পাকিস্তান দলে।
ওয়াকার ইউনিস লিখেছেন, ‘অধিনায়ক, আপনার পেছনেই আছি। অবিচার কিন্তু দিনের শেষে মুক্তিরই জন্ম দেয়। আসুন, আমরা আমাদের নেতা ও স্বাধীনতাকে রক্ষা করি।’
শোয়েব বলেছেন ‘তাঁর অসুস্থতা ও দেশের প্রতি অবদানকে বিবেচনায় নিলে আমাদের জাতীয় বীর ইমরান খানের নিগৃহীত হতে দেখাটা অত্যন্ত হৃদয়বিদারক। দেশ হিসেবে আমরা কোথায় যাচ্ছি? দয়া করে আমাদের জাতীয় বীরের প্রতি একটু সম্মান ও শ্রদ্ধা দেখান।’
মোহাম্মদ হাফিজও কষ্ট পেয়ে ইমরানের গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছেন।