পাকিস্তানের সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্ট) ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর মামলায় ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করেছে। অবিলম্বে তাকে মুক্তির নির্দেশও দিয়েছে আদালত।
ইমরান খান আদালত থেকে আইনজীবী এবং সাংবাদিকদের মাধ্যমে বার্তা পাঠিয়েছেন। দলের সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশের কোনো ক্ষতি হওয়া ঠিক নয়।’ তিনি তাদেরকে শান্ত থাকার নির্দেশ দেন। ইমরান খান বলেন, ‘আমরা শুধু দেশে নির্বাচন চাই।’
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তিনি আদালতে বিচারের জন্য এসেছিলেন। কিন্তু তাকে আঘাত করা হয়েছে। হত্যাকারীদের সঙ্গেও এমন আচরণ করা হয় না বলে মন্তব্য করেন তিনি। ইমরান খান বলেন, ‘আমাকে এমনভাবে আটক করা হয়েছে যেন আমি সন্ত্রাসী।’ এ সময় তিনি বলেন, দেশে যে প্রতিবাদ হচ্ছে তার জন্য তার দায় কী। সূত্র: ডন