কুমিল্লা নগরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

0
কুমিল্লা নগরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

পূর্ব শত্রুতার জেরে কুমিল্লা নগরের কাটাবিল এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মহরম আলী (৩৫) নগরীর মুরাদপুর এলাকার বাসিন্দা, মৃত চারু মিয়ার ছেলে। শনিবার রাত ৮টার দিকে কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহরম মোটরবাইকে পাথুরিয়া পাড়ার দিকে যাচ্ছিলেন। পথে ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত মহরমকে কোপ দেয়। মহরম ছিটকে পড়ে এবং প্রাণভয়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন। দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি কোপ দিয়ে গুরুতর আহত করে। তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মহরম আলীর স্ত্রী অন্তঃসত্ত্বা এবং তাদের দুই সন্তান রয়েছে। স্বজনরা জানান, খবর পেয়ে তারা হাসপাতালে যান।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত মহরম আলীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here