যশোর মণিরামপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

0
যশোর মণিরামপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের নেতা আশরাফুল ইসলাম (৪০) ছুরিকাঘাতে খুন হয়েছেন। তিনি চালুয়াহাটি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মোবারকপুর গ্রামের মৃত আজাহার আলী মাস্টারের ছেলে।

শনিবার রাত ৯টার দিকে রাজগঞ্জ বাজারের ত্রিমোহিনী সড়কে হবি চিড়া মিলের সামনে, আতাউরের চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফুল ওই সময় চায়ের দোকানে বসে চা পান করছিলেন। একাধিক অপরিচিত ব্যক্তি তাকে ঘিরে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়।

খবর পেয়ে মণিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারী ও হত্যার কারণ উদঘাটনের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here