বাগেরহাটে দুই ডাকাত গ্রেফতার

0
বাগেরহাটে দুই ডাকাত গ্রেফতার

বাগেরহাটের রামপালে উপজেলার পল্লীর একটি বাড়ীতে পুলিশের পোশাক পরে একদল ডাকাত অস্ত্রের মুখে টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলার চিত্রা গ্রামে মো. আসাদ শেখের বাড়ীতে এই ডাকাতির ঘটনা ঘটে। 

এরপর জাতীয় জরুরী সেবা থেকে ফোন পেয়ে পুলিশ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে বাগেরহাটের মোল্লাহাট এলাকায় মাইক্রোসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে। ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয় পুলিশের পোশাক, লুন্ঠিত টাকা, স্বর্ণালংকার, একটি শক্তিশালী মোবাইল জ্যামার ডিভাইস, ২টি ককটেল, কয়েকটি মোবাইলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র। 

গ্রেফতার দুইজনের মধ্যে রয়েছে ডাকাতির মূলহোতা নরসিংদীর মাধবদী উপজেলার তারা মিয়ার ছেলে রিয়াজ (৩০) ও গাজীপুর সদরের সাইদুলের ছেলে আল আমীন (৪০)।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার ভোররাতে উপজেলার চিত্রা গ্রামে মো. আসাদ শেখের বাড়ীতে একদল সন্ত্রাসী পুলিশের পোশাক পরে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও কয়েকটি মোবাইল নিয়ে মাইক্রোবাসে করে পালিয়ে গেছে জাতীয় জরুরী সেবা থেকে এমন ফোন আসে। দ্রুত ওই বাড়ীতে গিয়ে লুন্ঠিত মোবাইল নম্বর সংগ্রহ করে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে বাগেরহাটের মোল্লাহাট এলাকায় মাইক্রোসহ মূলহোতাসহ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। অন্য ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও মাইক্রোবাস থেকে উদ্ধার করা হয় পুলিশের পোশাক, লুন্ঠিত টাকা, স্বর্ণালংকার, একটি শক্তিশালী মোবাইল জ্যামার ডিভাইস, ২টি ককটেল, কয়েকটি মোবাইলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র। 
পালিয়ে যাওয়া ডাকাতসহ জড়িত অন্যদের নাম পরিচয় শনাক্তে দুই ডাকাতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here