ভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

0
ভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ভোলায় মো. সাইফুল্লাহ আরিফ (৩০) নামের এক ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তথা ছাত্রলীগ নেতা দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। শনিবার ভোরে জেলা শহরের কালিবাড়ী রোড এলাকার নববী মসজিদ সংলগ্ন নিজ বাড়ির সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত আরিফ ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং স্থানীয় প্রাক্তন শিক্ষক মো. বশির উদ্দিনের ছেলে।

আরিফের বাবা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৫ আগস্ট থেকে প্রায় ছয় মাস আত্মগোপনে ছিলেন তিনি। তবে সম্প্রতি অসুস্থ বাবাকে দেখতে বাড়ি ফিরেন। শুক্রবার রাতে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার পর ঘুমাতে যান। ভোরে নামাজের সময় বাইরে বের হয়ে আসতেই গেইটের সামনে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের পরিবার জানায়, কারা বা কী কারণে আরিফকে হত্যা করেছে তারা তা জানেন না। তবে তারা প্রশাসনের কাছে দোষীদের শনাক্ত করে দ্রুত বিচার দাবি করেছেন।

ভোলা ডিবি পুলিশের ওসি ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here