খাগড়াছড়িতে উদ্বোধন হল মাসব্যাপী তাঁত বস্ত্র প্রদর্শনী ও কুটিরশিল্প মেলা

0
খাগড়াছড়িতে উদ্বোধন হল মাসব্যাপী তাঁত বস্ত্র প্রদর্শনী ও কুটিরশিল্প মেলা

খাগড়াছড়িতে মাসব্যাপী তাঁত বস্ত্র প্রদর্শনী ও কুটিরশিল্প মেলা ২০২৫-র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় শহরের টাউন হল চত্ত্বরে বাংলাদেশ তাঁত বোর্ড ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। 

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো: মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা প্রমুখ। 

উদ্বোধনকালে অতিথিবৃন্দ বলেন, মানব সভ্যতার শুরু থেকেই তাঁত বস্ত্রের দেখা মেলে। তাঁতের ইতিহাস বাংলাদেশের শিল্প জগতের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে দেশের তাঁত শিল্পের বিকাশে কাজ করা প্রয়োজন।

মেলার আয়োজকরা জানান, দেশীয় উদ্যোক্তাদের পণ্যের বাজার বৃদ্ধি করার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত এ মেলা চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here