নতুন পালক যোগ হল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের মুকুটে। প্রথম ভারতীয় হিসেবে ফ্যাশন সংস্থা ‘গুচ্চি’র অন্যতম মুখ হলেন আলিয়া। ইতালির এই জনপ্রিয় ফ্যাশন সংস্থা তাদের প্রথম ভারতীয় ‘গ্লোবাল অ্যাম্বাসাডর’ হিসেবে আলিয়ার নাম ঘোষণা করেছে।
আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সিওল শহরে অনুষ্ঠিত হতে চলেছে ‘গুচ্চি ক্রুজ ২০২৪’ নামক একটি ফ্যাশন শো। সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই শোয়ের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেই এই সংস্থার মুখ হিসেবে আত্মপ্রকাশ করবেন আলিয়া। এখনও পর্যন্ত এমনটাই পরিকল্পনা সংস্থা কর্তৃপক্ষের। সম্প্রতি ‘গুচ্চি’-র শার্ট পরা একটি ছবি আলিয়া তার ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছিলেন।