গত বছর বিশ্বজুড়ে নানা সংঘাতে ৭ কোটি ১০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। জীবন বাঁচাতে দেশও ছেড়েছেন অনেকে।
গত বছর দেশের অভ্যন্তরণে বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা ৭ কোটি ১০ লাখ এমনটাই জানিয়েছে ইন্টারন্যাশনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং (আইডিএমসি) ও নওরোজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি)।
ইউক্রেন রাশিয়া সংঘাতের কারণে এই বাস্তুচ্যুত মানুষের সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে বলেই মনে করছে এই পর্যবেক্ষকরা। চলমান সংঘাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে।
সূত্র: এএফপি