কলকাতাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে রংপুরের মেয়েরা

0

ভারতের কোচবিহারের দেওয়ানগঞ্জ ৮ দলের ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় খেলায় কলকাতাকে ১-০ গোলে হারিয়ে রংপুরের সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব দলটি ফাইনালে উঠেছে। এর আগে ৭ মে সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব ভুটানের গোমটু ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছিল। 

নক আউট পদ্ধতিতে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। খেলার ৫১ মিনিটে ১ মাত্র গোলটি করেন রেখা আক্তার। ১৩ মে সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব ফাইনালে মুখোমুখি হবে ভারতের দক্ষিণ দিনাজপুরের সরলা একাডেমির বিপক্ষে। ম্যাচ সেরা হয়েছেন রংপুর দলের রেখা আক্তার। 

সদ্যপুস্করিনী যুব স্পোটিং ক্লাবের অধিনায়ক সুলতানা আক্তার বলেন, আমরা গোমটু ভুটানকে ৩-০ গোলে এবং কলকাতা ভারতকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছি। আমরা আশা করছি ১৩ মে লাল সবুজের বিজয় নিয়ে দেশে ফিরব।

সদ্যপুস্করিনী যুব স্পোটিং ক্লাবের সহকারী কোচ মিলন খান বলেন, আমাদের মেয়েরা যে ভাবে খেলছে তাতে আমাদের বিজয় নিশ্চিত। 

ক্লাবের কোচ শামিম খান মিচকিন বলেন, বাংলার বাঘীনিরা ফাইনাল খেলার সৌভাগ্য অর্জন করেছেন। আমরা আশা করছি আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here