পাবনার ফরিদপুরে বাবার পিস্তল নিয়ে প্রতিপক্ষের লোকজনকে ধাওয়া দেওয়া সেই মেয়রপুত্রের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার কামরুল হাসান সুজয় (২৭) ফরিদপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুজ্জামান মাজেদের ছেলে। জব্দকৃত পিস্তলটি মেয়র কামরুজ্জামান মাজেদের নামে লাইসেন্সকৃত।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় কামরুল হাসান সুজয়কে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মেয়রপুত্র কামরুল হাসান সুজয় দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। মাস ছয় আগে তিনি দেশে ফিরেছেন। এর পর থেকে এলাকাতেই রাজনীতির সাথে জড়িত হয়ে নিজেকে প্রভাবশালী করতে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন।
গত ২৭ ফেব্রুয়ারি উপজেলার পুঙ্গুলী ইউনিয়নে আওয়ামী লীগের সমাবেশে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজেদুল ইসলামকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে পৌর মেয়রের সাথে কথা কাটাকাটি। এর জেরেই সাজেদুলের ওপর ক্ষিপ্ত হন মেয়রের ছেলে সুজয়।
ঘটনার দিনে বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলা সদরে ইউপি চেয়ারম্যান এলে কামরুল হাসান সুজয় লোকজন নিয়ে তার ওপর চড়াও হন। এ সময় সাজেদুল পালানোর চেষ্টা করলে সুজয় পিস্তল নিয়ে তাকে ধাওয়া করেন। একপর্যায়ে সাজেদুলের লোকজন তাকে পিস্তলসহ ধরে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক ও পিস্তলটি জব্দ করে।