পিরোজপুরের সদর উপজেলার চুঙ্গাপাশা গ্রামে মো. শাহ আলম শেখ (৭০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ মে) দিবাগত রাত ৮টার দিকে সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে এলাকার সাবেক চেয়ারম্যান চাঁন মিয়া মাঝির বাড়ি সংলগ্ন স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) নিক্সনের সুপারি বাগানের ভেতর মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন।