সামাজিকমাধ্যমে রেলসেতু উড়িয়ে দেওয়ার ভিডিও, যা বলছে ইউক্রেনীয় সেনারা

0

বাখমুত শহরে একটি রেলসেতুর অবশিষ্ট থাকা অংশ উড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনীয় বাহিনী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবির ভূ-অবস্থানের বরাতে সিএনএন এই খবর দিয়েছে।

রুশ সেনারা যাতে সেতুটি ব্যবহার করতে না পারে এমন উদ্দেশ্যে গত বছরের আগস্টে ইউক্রেনীয় সেনারা সেতুটি ক্ষতিগ্রস্ত করেছিল। এবার সেতুর বাকি অংশও উড়িয়ে দেওয়া হলো।

ইউক্রেনের এই শহরে বর্তমান ব্যাপক যুদ্ধ চলছে। দেশটির সেনাবাহিনীর ৪৬-ব্রিগেড সেখানে লড়াই করছে। প্রেসিডেন্ট জেলেনস্কি গত সপ্তাহে এক বক্তব্যে বলেছিলেন, ‘এই শহরটির (বাখমুত) অবস্থা সবথেকে খারাপ।’

তবে ইউক্রেনের ৪৬-ব্রিগেড সেতু ধ্বংসের তথ্য অস্বীকার করে বলেছে, সেতুটি আগে থেকে ব্যবহার অযোগ্য ছিল। সেনারা বলেছে, ‘আমরা শহর ছাড়ছি এটার প্রমাণ হিসেবে ব্রিজ উড়িয়ে দেওয়ার ভিডিও দেখানো হচ্ছে। কিন্তু অনেক আগেই এটা উড়িয়ে দেওয়া হয়েছিল। বাখমুতে যারা আছেন তারা এটা জানেন।’ ইউক্রেনীয় সেনারা ভীতি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here