পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন তার সমর্থকরা। বিক্ষুব্ধ কর্মীরা রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদরদপ্তরে ঢুকে পড়ে এবং লাহোরে একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার বাসায় হামলা চালায়।
বিক্ষোভে এখনো পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে।
ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে তার দল তেহরিক ই ইনসাফ পার্টি (পিটিআই) পাকিস্তান ‘অচল’ করে দেওয়ার ডাক দিয়েছে। তার সমর্থকেরা দেশটির রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা করারও পরিকল্পনা করছেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে ইমরান–সমর্থকদের নতুন করে সংঘর্ষ বাধার আশঙ্কা করা হচ্ছে।
ইমরান–সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হওয়ার পর পাকিস্তানের চার প্রদেশের তিনটিতে কর্তৃপক্ষ জরুরি আদেশ জারি করেছে। এসব প্রদেশে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তানজুড়ে মুঠোফোনে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। সূত্র: জিও, আল জাজিরা