পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতে তোলার পর ১৪ দিনের রিমান্ড চেয়েছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি)। কিন্তু রিমান্ডের এই রায় আপাতত স্থগিত রেখেছে আদালত। এখনই তার রিমান্ডের ব্যাপারে সিদ্ধান্ত আসছে না। খবর ডনের।
মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণের বাইরে থেকে খানকে ‘আল–কাদির ট্রাস্ট মামলায় (ঘুষ কেলেঙ্কারি মামলায়) গ্রেফতার করা হয়। তাকে ইসলামাবাদের পুলিশ লাইনে রাখা হয়। এটিকেই আদালত হিসেবে ব্যবহার করা হয়।
শুনানির একপর্যায়ে এনএবি প্রসিকিউটর অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ বশিরকে জানান যে, গ্রেফতারের সময় খানকে ওয়ারেন্ট দেখানো হয়েছিল। তবে, পিটিআই প্রধান এই দাবি অস্বীকার করে বলেছেন, তিনি এনএবি অফিসে পৌঁছানোর পর গ্রেফতারি পরোয়ানা দেখেছেন।
গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুতির পর থেকে ইমরান পুনঃপুন সেনাবাহিনীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলছিলেন। বিশেষ করে তাকে হত্যাচেষ্টার জন্য দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) বিরুদ্ধে তার অভিযোগ ছিল। সাবেক সেনাপ্রধানকেও তিনি বহুবার রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপের জন্য দোষারোপ করেছেন।
বিশ্লেষকরা বলছেন, ইমরান খানকে গ্রেফতার যতটা শরিফ ও ভুট্টো ডাইনেস্টির ইচ্ছায় ঘটেছে, তার চেয়ে বেশি সেনাবাহিনীর চাপে ঘটেছে।