রাজধানী ঢাকার ধামরাইয়ে সাত দিনের নবজাতক শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
শুক্রবার (৩ মার্চ) যশোরের অভয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে আটক আসামিদের নাম-পরিচয় জানা যায়নি। অভিযানে অপহরণকারীদের কাছ থেকে সাত দিনের নবজাতককেও উদ্ধার করা হয়েছে। রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।