গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মুক্তিপণের দাবিতে অপহরণের শিকার তিন বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মফিজুল ইসলামকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। দণ্ড ঘোষণার আড়াই বছরের বেশি সময় পর তাকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে মফিজুল ইসলামকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করে পুলিশ। আদালতের বিচারক নাজমুল হাসান তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, ২০১৪ সালের ২১ জানুয়ারি উপজেলার শাখাহার ইউনিয়নের রোয়াগাঁও গ্রামের মেজবাউল ইসলামের তিন বছরের শিশুপুত্র রাফসান সামি মুক্তিপণের দাবিতে অপহরণের শিকার হয়। অপহরণকারীর বাড়ির পাশে খড়ের পালার নিচ থেকে শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন নিহত শিশুর বাবা মেজবাউল ইসলাম গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ২০২০ সালের ৩ সেপ্টেম্বর গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপর দুই দণ্ডপ্রাপ্ত আসামি স্থানীয় মাহফুজার রহমান ও সালজার রহমান জেলা কারাগারে আছেন।