মেসিকে হুমকি, রোকুজ্জোর পরিবারের দোকানে গুলি!

0

মেসির স্ত্রী আনতোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন রোজারিও শহরের একটি দোকানে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় তারা মেসিকেও হুমকি দিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার খুব ভোরে চালানো এই বন্দুক হামলায় কেউ হতাহত হয়নি। তবে কেন দুর্বৃত্তরা মেসি ও তার শ্বশুর পরিবারকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে তা এখনো পরিষ্কার নয়।

যদিও খেলার প্রয়োজনে জীবনের অধিকাংশ সময়ই স্পেনে কাটিয়েছেন মেসি। পিএসজিতে খেলার ‍সুবাদে বর্তমানে আছেন ফ্রান্সের প্যারিসে। জন্ম শহর রোজারিওতে মাঝে মাঝেই বেড়াতে যান মেসি। তবে এই ধরনের ঘটনার পর মেসির রোজারিও ভ্রমণ কিছুটা হলেও হুমকির মুখে পড়েছে।

২০২২ সালে মেসির নেতৃত্বেই কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা কেটেছে।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here