ব্রিটেনের সঙ্গে সই হওয়া মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপ সংক্রান্ত সহযোগিতা চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে আর্জেন্টিনা।
বিষয়টি নিয়ে নতুন করে আবার আলোচনার জন্য আর্জেন্টিনা ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে। তবে চুক্তি থেকে সরে যাওয়ার জন্য আর্জেন্টিনার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে লন্ডন।
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী স্যান্টিয়াগো ক্যাফিয়ারো এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্বের প্রশ্নে নতুন করে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছেন। ভারতের রাজধানী নয়া দিল্লিতে অনুষ্ঠিত জি-টুয়েন্টি সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভেরলির সঙ্গে আলাপে এই প্রস্তাব দেন। এছাড়া আর্জেন্টিনার সরকার ও ব্রিটেনকে এই সমস্যা সমাধানের জন্য জাতিসংঘে বৈঠকে বসার আহ্বান জানান।
নয়া দিল্লিতে বৈঠকের পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী টুইটারে দেয়া পোস্টে দ্বীপ নিয়ে আর্জেন্টিনার নতুন করে আলোচনা শুরুর পরিকল্পনার তীব্র সমালোচনা করেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ফকল্যান্ড বৃটেনের এবং এর ভবিষ্যৎ এই দ্বীপ।
সূত্র : এএফপি।