চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে মঙ্গলবার দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে রিয়ালকে ভিনিসিয়ুস জুনিয়র এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সিটিকে হার থেকে রক্ষা করেন কেভিন ডি ব্রুইনা।
প্রতিপক্ষের মাঠে আধিপত্য বজায় রেখে খেলা শুরু করে সিটি। অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। ডান দিক থেকে আক্রমণে গিয়ে কেভিন ডি ব্রুইনাকে খুঁজে নেন সিলভা। বল পেয়ে দারুণ শট নেন বেলজিয়ান তারকা। তবে তা পা দিয়ে ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। সিটি আরও কয়েকটি প্রচেষ্টা চালালেও পাচ্ছিল না গোলের দেখা।
অপরদিকে সুযোগ পেয়ে রিয়াল মাদ্রিদ নিজেদের ভয়ঙ্কর রূপ দেখাতে ভুল করেনি। ২৫তম মিনিটে সেটিই দেখাল তারা। বেনজেমাকে লক্ষ্য করে বক্সে বল বাড়ান ভিনিসিয়ুস। ফরাসি ফরোয়ার্ডের নেওয়া শট অবশ্য এই যাত্রায় ঠেকিয়ে দেন রুবেন দিয়াস।
বিরতির পর সমতায় ফিরতে সিটি শুরুতেই আক্রমণ করে বসে। ৫২তম মিনিটে ডান দিক থেকে ডি ব্রুইনার দুর্দান্ত শট অবশ্য ঠেকিয়ে দেন কোর্তোয়া। তবে কিছুক্ষণ পর ঠিকই সমতায় ফেরে সফরকারীরা। ৬৭তম মিনিটে গুনদোয়ানের বাড়িয়ে দেওয়া বল বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জালে পাঠান ডি ব্রুইনা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে অল্পের জন্য এগিয়ে যাওয়া হয়নি রিয়ালের। বক্সের বাইরে থেকে নেওয়া চুয়ামেনির দুর্দান্ত শট ঠেকিয়ে দেন এদেরসন।
ফিরতি লেগে আগামী বুধবার (১৭ মে) বাংলাদেশ সময় রাত ১টায় ইতিহাদে মুখোমুখি হবে রিয়াল ও সিটি।