জামালপুর বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

0

জামালপুর শহরে বন্ধু চাঁন মিয়ার ছুরিকাঘাতে হাবিল (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার রাতে জামালপুর শহরের মুকন্দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হাবিল শহরের উত্তর কাচারীপাড়ার ইসমাইল হোসেনের ছেলে। পেশায় রঙমিস্ত্রি ছিলেন।

মঙ্গলবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১০টায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ প্রেসব্রিফিংয়ে জানান, হাবিল ও চাঁন মিয়া একসঙ্গে রঙমিস্ত্রির কাজ করতেন। দু’জনের মধ্যে বন্ধুত্ব ছিল। আজ রাত সাড়ে ৭টায় তারা মেথর পট্টিতে মদ খেতে যায়। এ সময় তুচ্ছ ঘটনায় হাবিল ও চাঁন মিয়ার মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে হাবিল চাঁ মিয়ার মা-বোনকে নিয় অকথ্য ভাষায় গালিগালজ করে। এতে চাঁন মিয়া ক্ষিপ্ত হয়ে হাবিলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here