সিরাজগঞ্জে কোটি টাকার হেরোইনসহ আটক ২

0

সিরাজগঞ্জের তাড়াশে প্রায় কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন রাজশাহীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে কুদরত-ই-খোদা (২৭) এবং গোদাগাড়ী উপজেলার দীঘিরাম গুন্ঠিহর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী হাওয়া নুর বেগম (৩০)।

মঙ্গলবার (৯ মে) উপজেলার মান্নাননগর মোড়ে বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন খবর পেয়ে বিকালে যাত্রাবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন কুদরত-ই-খোদা ও হাওয়াকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯৫৫ গ্রাম হেরোইন পাওয়া যায়; যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here