আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

0

আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার হেমায়েতপুরে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে হেমায়েতপুরের বাঙাবাড়ি এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়া ব্যক্তিরা হলেন- চরবাঙ্গাবাড়িয়া গ্রামের হাবু সরদার (৫০), মামুন হোসেন (৩০), সেলিম মণ্ডল (৪০), হামিম হোসেন (১২), সবিরুল শেখ (৪০) ও ইসহাক প্রামাণিক (৪৫)। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here