গোবিন্দগঞ্জে পুলিশি অভিযানে গ্রেফতার ৫

0
গোবিন্দগঞ্জে পুলিশি অভিযানে গ্রেফতার ৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দুইজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, তিনমাসের সাজাপ্রাপ্ত দুইজন আসামি ও ডেভিলহান্ট অপারেশনের আওতায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া দশটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেয়া হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে গাইবান্ধা র‌্যাব ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের যৌথদল গাজীপুর জেলা র‌্যাবের সহযোগিতায় গাজীপুর থেকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের পারধুন্দিয়া গ্রামের হায়দার আলীর ছেলে খাজা মিয়া (৪৫) ও রাখালবুরুজ ইউনিয়নের দরগাপাড়ার মজিবর রহমানের ছেলে মুজাহিদকে (৩৫) নওগাঁ জেলার একটি অপহরণ ও হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। অন্যদিকে পারিবারিক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত দরবস্ত ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের আহাম্মেদ আলীর পুত্র রাকিব হাসান (২৫) ও আব্দুল কাফি শেখের পুত্র লিঠু শেখকে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এছাড়া ডেভিলহান্ট অপারেশনের আওতায় মহিমাগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহেনুল ইসলাম (৫০) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। একই সময়ে জিডি মূলে বিভিন্ন সময় চুরি হওয়া এবং হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, আসামীদেরকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here