হঠাৎ করেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী রেঞ্জার্স। মামলার শুনানিতে অংশ নিতে ইসলামাবাদ হাইকোর্টে যাচ্ছিলেন ইমরান। আদালতের বাইরে থেকেই তাকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক বেজায় চটেছেন। তিনি ইসলামাবাদের পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হতে বলেছেন।
ওই বিচারপতি বলেছেন, ‘আদালতে আসুন এবং বলুন কেন ইমরান খানকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে।’
তবে এ বিষয়ে ক্ষমতাসীন সরকার ও ইসলাবাদ প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।
সূত্র: ডন