কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ ঘোনাপাড়া ও বাদশা ঘোনাপাড়া এলাকায় র্যাব-১৫ এর বিশেষ অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী গোষ্ঠী “মাহিন গ্রুপ”-এর দুই সদস্যকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোরে এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, মাদক ও অস্ত্রবিরোধী অভিযান এবং গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনাপাড়ায় মাহিন ফারাবীর বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে র্যাব-১৫ সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোঃ আবুল কাশেম ওরফে কালু (২০)-কে আটক করা হয়। তার দেখানো মতে মাহিন ফারাবীর বাড়ির পেছন থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি কিরিচ ও একটি রামদা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত কালুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এসব অস্ত্র সে একই গ্রুপের সদস্য মোঃ ইমরান (১৯)-এর কাছ থেকে সংগ্রহ করেছে এবং ইমরানের কাছে আরও অস্ত্র রয়েছে। পরবর্তীতে র্যাব বাদশা ঘোনাপাড়ায় অভিযান চালিয়ে ইমরানকে একটি দেশীয় এলজি ও একটি স্মার্টফোনসহ গ্রেফতার করে।
র্যাব-১৫ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে সীমান্তবর্তী এলাকা থেকে গোপনে অস্ত্র সংগ্রহ করে কক্সবাজার সদরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

