ওয়াশিংটনের বৈঠক যুদ্ধ বন্ধে ‘সত্যিকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ : জেলেনস্কি

0
ওয়াশিংটনের বৈঠক যুদ্ধ বন্ধে ‘সত্যিকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে সোমবারে ওয়াশিংটনে হওয়া বৈঠক ‘সত্যিকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

সোশ্যাল মিডিয়ায় জেলেনস্কি পোস্ট করে বলেছেন, ‘আমরা নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট ফরম্যাট নিয়ে কাজ করছি।’

‘সিকিউরিটি গ্যারান্টি’ বা নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে হতে যাওয়া এই বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে গিয়েছেন যুক্তরাজ্যের সেনাপ্রধান।

সোমবার ওয়াশিংটনে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলেন ও পুতিন-জেলেনস্কি বৈঠক নিয়ে আলোচনা করেন।

রুশ প্রেসিডেন্ট ওই বৈঠকের সম্ভাবনা নাকচ না করে দিলেও কোথায় বা কবে সেই বৈঠক হতে পারে তা নিয়ে এখনো কিছু জানা যায়নি।

ওদিকে, ওয়াশিংটনে যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা চলার মধ্যেই সোমবার রাতে ইউক্রেনে ২৭০টি ড্রোন দিয়ে রাশিয়া আক্রমণ করেছে বলে এক্সে পোস্ট করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা।

সূত্র : বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here