এচেভেরিকে ধারে লেভারকুসেনে পাঠাল ম্যানসিটি

0
এচেভেরিকে ধারে লেভারকুসেনে পাঠাল ম্যানসিটি

আর্জেন্টিনার ফুটবলে তাকে বলা হয় ‘নতুন মেসি’। বয়সভিত্তিক বিশ্বকাপে চমক দেখানো ক্লদিও এচেভেরিকে বড় আশা নিয়ে দলে টেনেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু তরুণ এই তারকাকে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ করে দিতে এক মৌসুমের জন্য জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের কাছে ধারে ছেড়ে দিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

২০২৪ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে সিটিতে যোগ দেন ১৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। ক্লাব বিশ্বকাপে সিটির হয়ে গোল করার পর আলোচনায় আসেন তিনি। তবে কোচ পেপ গার্দিওলা মনে করছেন, এচেভেরির উন্নতির জন্য ধারাবাহিকভাবে ম্যাচ খেলা জরুরি, তবে সিটিতে তার পক্ষে সম্ভব নয়।

ইএসপিএন জানিয়েছে, বায়ার লেভারকুসেনের সঙ্গে এক বছরের চুক্তিতে ধারে খেলবেন এচেভেরি। এই চুক্তিতে কোনো ‘বাই অপশন’ বা স্থায়ীভাবে কেনার শর্ত রাখা হয়নি, অর্থাৎ মৌসুম শেষে তিনি আবারও ম্যানসিটিতে ফিরবেন।

এচেভেরি ছাড়াও চলতি দলবদলে আরও কয়েকজন তরুণ ফুটবলারকে ধারে ছেড়েছে ম্যানসিটি। নটিংহ্যাম ফরেস্টে গেছেন ম্যাকএকিটি, অন্যদিকে জ্যাক গ্রিলিশও সিটি ছেড়েছেন ধারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here