রিয়ালেটি শো তারকা, মডেল ও কন্টেন্ট ক্রিয়েটর উরফি জাভেদ এবার মাধুরী দিক্ষীতের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তার দাবি, একটি অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত হয়েছিলেন। তবে পরে আমন্ত্রণ ফিরিয়ে নেয় আয়োজকরা।
আর এর পেছনে মাধুরীর হাত আছে বলেই অভিযোগ করেছেন উরফি। তার দাবি, মাধুরীর নিমন্ত্রণ তালিকায় না থাকার কারণেই তাকে দেওয়া দাওয়াত ফিরিয়ে নেওয়া হয়েছিল।
এরপর উরফি আয়োজকদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি কোনো জায়গায় যাওয়ার জন্য আকুপাকু করছি না। তবুও কাউকে দাওয়াত দিয়ে শেষ মুহূর্তে এমন করবেন না।’
তবে এ বিষয়ে মাধুরীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি