নিউজিল্যান্ডে বন্যা, জরুরি অবস্থা ঘোষণা

0

নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে ভারী বৃষ্টির পর বিভিন্ন স্থানে বন্যা দেখা দেওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গুহায় নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর সন্ধানে চলছে জোর উদ্ধার তৎপরতা।

ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার অনেক বাড়ির নীচতলা, গাড়ি রাখার জায়গা তলিয়ে গেছে। ওই এলাকায় রেল চলাচলও ব্যাহত হচ্ছে। এর আগেও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সাইক্লোন গ্যাব্রিয়েল অকল্যান্ডে আঘাত হেনেছিল। এতে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১১ জন।

পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুর্যোগ মোকাবেলা দলও বিভিন্ন জায়গায় ঘোরা ফেরা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এই অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here