দুর্বৃত্তের পিটুনিতে ফিলাডেলফিয়ায় বাংলাদেশি উবার চালকের মৃত্যু

0

দুর্বৃত্তের বেধড়ক পিটুনিতে বাংলাদেশি উবার চালক আরিফুল হক জেমস(৩১) এর করুণ মৃত্যু হয়েছে। পেনসিলভেনিয়াস্থ ট্রাই-কাউন্টি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজার জ্যেষ্ঠপুত্র জেমসকে মৃতপ্রায় অবস্থায় লিহাই এবং ইসিংটন এলাকা থেকে ফিলাডেলফিয়ার পুলিশ উদ্ধার করে শুক্রবার রাতে টেম্পল হাসপাতালে ভর্তি করে। পরদিন শনিবার জেমসের বাবাকে ফোন করে জানানো হয় এমন পরিস্থিতির তথ্য। সাথে সাথে পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরসহ কম্যুনিটির নেতৃস্থানীয়রা হাসপাতালে যান। সে সময় জেমসের নিথর দেহ দেখেন তারা হাসপাতালের বেডে। তবে তখনও তার শরীরের কোন কোন অংশ নড়াচড়া করতে দেখেছেন সকলে। এমনি অবস্থায় সোমবার ৮ মে অপরাহ্নে চিকিৎসকরা জেমসের স্বজনকে জানান, জেমস আর বেঁচে নেই। তার মাথায় প্রচণ্ড আঘাত ছিল। রক্তক্ষরণ হয়েছে প্রচুর। তাকে বাঁচানো সম্ভব হলো না।

ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন আপার ডারবির বাসিন্দা জেমসের বাবার বাড়ি রংপুরে। কয়েক মাস আগে রংপুরে গিয়ে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন জেমস। তার স্ত্রী ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসার অপেক্ষায় ছিলেন।

উল্লেখ্য, পেনসিলভেনিয়া স্টেটে কর্মরত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভারদের সংগঠন ‘বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র (বিটিএসপি) সাবেক সভাপতি তোজাম্মেল হক তোজার পুত্রের হত্যাকাণ্ডের রহস্য এবং ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিটিএসপির সভাপতি আজম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মনসুর আলী মিঠু, প্রচার সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম, পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের-সহ কম্যুনিটির নেতৃবৃন্দ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here