হারের দায় যার ওপর চাপালেন তামিম

0

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ইংল্যান্ডের কাছে হেরেছে টাইগাররা। ফলে সিরিজটাও হয়েছে হাতছাড়া। ঘরের মাঠে ১৩২ রানের বড় হারের পর তামিম ইকবাল এ বিষয়ে কথা বলেছেন। 

আর হারের জন্য তামিম ব্যাটিং নয় বাজে বোলিংকেই দায়ী করেছেন। যদিও ব্যাট হাতেও টাইগাররা মোটেও সুবিধা করতে পারেনি। বিশেষ করে ওপেনার লিটন কুমার দাস ও টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্ত ফিরেছেন শূন্য রানে।

তামিমের কথায় বোলিং ভালো করতে না পারার আক্ষেপ ঝরলো। তিনি বলেছেন, ‘আমি ও আমার ম্যানেজমেন্টের মনে হয়েছে, উইকেট কিছুটা চিটচিটে এবং এটি তা-ই ছিল। তবে যতই চিটচিটে ভাব থাকুক অথবা সাহায্য থাকুক, আপনি যদি ঠিক জায়গায় বোলিং না করেন, তাহলে আপনার ওপর মার পড়বে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here