সালমান ঘনিষ্ঠ এলভিস যাদবের বাড়িতে গুলি, দায় স্বীকার করল ‘ভাউ গ্যাং’

0
সালমান ঘনিষ্ঠ এলভিস যাদবের বাড়িতে গুলি, দায় স্বীকার করল ‘ভাউ গ্যাং’

বলিউড তারকা সালমান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ‘বিগ বস ওটিটি’ বিজয়ী এলভিস যাদবের গুরুগ্রামের বাড়িতে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার ভোরে এই হামলার ঘটনাটি ঘটে, যার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে ‘ভাউ গ্যাং’ নামে একটি অপরাধী চক্র।

রবিবার ভোর ৫টা নাগাদ তিনটি বাইকে চড়ে তিন দুর্বৃত্ত এলভিসের বাড়ির সামনে আসে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তারা এলোপাথাড়ি প্রায় দু’ডজন গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রাথমিকভাবে এই হামলার পেছনে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হয়েছিল। কিন্তু পরে ‘ভাউ গ্যাং’ নামে একটি সংগঠন সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার দায় স্বীকার করে।

‘ভাউ গ্যাং’-এর দাবি, এলভিস যাদব বেটিং অ্যাপের প্রচার করে বহু মানুষের জীবন নষ্ট করেছেন। তাদের ইনস্টাগ্রাম পোস্টে এই হামলার কারণ হিসেবে এটিই উল্লেখ করা হয়েছে। ভাউ রিতোলিয়া নামে এক ব্যক্তির একটি পোস্ট বর্তমানে ভাইরাল, যেখানে বলা হয়েছে, “এই ধরনের বেটিং অ্যাপ বহু মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে। তাই যারা এই ধরনের অ্যাপের প্রচার করবে, তাদের ছেড়ে কথা বলা হবে না।”

পোস্টটিতে আরও বলা হয়েছে, “জয় ভোলে কি! আজ এলভিস যাদবের বাড়ির সামনে গুলিবর্ষণ হয়েছে। এই গুলিবর্ষণ করেছেন নীরজ ফরিদপুর ও ভাউ রিতোলিয়া। আজ আমরা আমাদের অস্তিত্ব সম্পর্কে জানান দিতে পেরেছি। ও (এলভিস) বেটিং অ্যাপের প্রচার করে বহু পরিবার ধ্বংস করে দিয়েছে।”

যদিও ‘ভাউ গ্যাং’-এর এই পোস্টের সত্যতা এখনও নিশ্চিত নয়, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হামলার পর থেকেই এলভিস যাদবের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্প্রতি এলভিসের ঘনিষ্ঠ বন্ধু রাহুল ফাজিলপুরিয়ার ওপরও একই ধরনের হামলা হয়েছিল, যার দায়ও এই ‘ভাউ গ্যাং’ নিয়েছিল। 

এলভিস যাদব এবং তার দল এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এই ঘটনার পর থেকে গুরুগ্রামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here